শিরোনাম: অবশেষে রাশিয়ার বিপক্ষে ভোট দিলো ” বাংলাদেশ “

বর্তমান সময়ে বহির্বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে সৃষ্ট মানবিক সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ওয়েবসাইট ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।বৃহস্পতিবার (২৪ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাব আনা হয়। বাংলাদেশসহ ১৪০টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এসবে এতো দিন বাংলাদেশ চুপ ছিল।

আরো পড়ুন: ইউক্রেন – রাশিয়া যুদ্ধ নিয়ে সর্ববিশ্ব কি দোষ ছিল ফিলিস্তিনদের ?২০২২

ইউক্রেনে রুশ হামলার সমালোচনা করে ওই দিনই এ প্রস্তাব দেওয়া হয়। রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া ইউক্রেনের বিপক্ষে ভোট দিয়েছে। তবে চীনসহ ৩৬টি দেশ বিরত ছিল।তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হওয়া প্রস্তাবটি মেনে নিতে রাশিয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এর আগে, 2শে মার্চ, সাধারণ পরিষদ ইউক্রেনে হামলা বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে। এ সময় ১৪১টি দেশ পক্ষে ভোট দেয়। এ সময় বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।