টাক মাথায় চুল গজানোর চেষ্টায় , যুবকের রহস্যজনক মৃত্যু।
টাক পড়া বা চুল পড়ার কারণে আমরা অনেকেই ইনফিরিওরিটি কমপ্লেক্সে ভুগি। আপনাকে অনেক সময় রসিকতার শিকার হতে হয়। তারপর যখন বিয়ের কথা আসে, তখন তো কথাই নেই! অনেকেই তখন মরিয়া হয়ে ওঠেন এবং চুল প্রতিস্থাপনের কথা ভাবতে শুরু করেন। যাতে বিয়ের আসরে অবহেলার সম্মুখীন হতে না হয়। এমন সিদ্ধান্তই কেড়ে নিল এক যুবকের জীবন। তাও বিয়ের ঠিক আগে।আনন্দবাজারের খবরে বলা হয়, শনিবার (১১ মার্চ) রাতে পাটনার শেখপুরার এক যুবক মনোরঞ্জন হাসপাতালে মারা যান। তিনি বিহার মিলিটারি পুলিশে চাকরি করতেন।
১১ মে ছিল মনোরঞ্জনের বিয়ের দিন। মাথায় চুল কম থাকায় বিষয়টি নিয়ে একটু বিব্রত হন পুলিশকর্মী মনোরঞ্জন। চিন্তা করার পর তিনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন।যেখানে চুল প্রতিস্থাপন করা হয় তা নিয়ে গবেষণা শুরু করতে পাটলিপুত্রে একটি ক্লিনিক খুঁজুন। মনোরঞ্জন 9 মার্চ চুল প্রতিস্থাপনের জন্য ক্লিনিকে যান। সেখানে চুল প্রতিস্থাপনের পর তিনি দেশে ফিরে আসেন।মনোরঞ্জনের ভাই গৌতম জানান, হেয়ার ট্রান্সপ্লান্ট করে বাড়ি ফেরার পরপরই মনোরঞ্জনের মাথায় ব্যথা শুরু হয়। বুকে জ্বালাপোড়ার অনুভূতি।মনোরঞ্জন পরের দিন আবার ক্লিনিকে গেলেন কেন এমন হচ্ছে। সেখানে তার চিকিৎসা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই ক্লিনিকের কর্মীরা মনোরঞ্জনকে অন্য হাসপাতালে ভর্তি করেন।
আরো পড়ুন: 👉 সড়ক আইন সংশোধন করা হবে : কাদের
মনোরঞ্জন 11 মার্চ সকালে মারা যান।মনোরঞ্জনের ভাই গৌতম অভিযোগ করেছেন যে মনোরঞ্জনের মৃত্যুর খবর জানার পর ক্লিনিকের মালিক ও কর্মীরা তার চুল প্রতিস্থাপনের সমস্ত নথিসহ উধাও হয়ে গেছে।নির্যাতিতার পরিবার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসার অভিযোগ দায়ের করেছে। হেয়ার ট্রান্সপ্লান্টের চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।টাক মাথায় চুল গজানোর চেষ্টায় , যুবকের রহস্যজনক মৃত্যু।
ছবি: সংগৃহীত।