পরোকিয়ার পথে বাধা শিশু সন্তান:

পরোকিয়া আমাদের বর্তমান সমাজে এমন একটি উদ্বেগ সৃষ্টি করছে, তার কারণে মা ভুলে যাচ্ছে সন্তান কে। ভুলে যাচ্ছে মা সন্তানের মাঝের মধুর সম্পর্ক। পরোকিয়া যেন আমাদের সমাজকে চেয়ে ধরছে, প্রতিদিন ই আমরা একমত অনেক খবর দেখতে পাচ্ছি পরোকিয়ার কারণে স্বামী খুন , সন্তান খুন। বড়িশালের মেহেন্দিগঞ্জে এক শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ একে অপরের বিরুদ্ধে। রাজ্য দাড়িচর খাজুরিয়া ইউনিয়নের নং ওয়ার্ডে প্রচারণা। 4. হামলায় আহত নোরাত মারিয়াকে বরিশাল-ই বাংলা পাকিস্তানের দল করা হয়েছে।বাস্তবায়নের পর থেকে মা সীমা বেগমকে (৩০) গোপনে রাখুন (২৫ মার্চ)। স্বজনদের অভিযোগ, সীমা মেয়েটিকে ফুসলানোর চেষ্টা করে।

আরো পড়ুন: আবারো ঘটলো এমন ঘটনা ….

মারিয়ার চাচি, কল্পনা আক্তার অভিযোগ করেন, তার ভাই ইউসুফ আলী প্রবাসী। দুই সন্তান নিয়ে বাড়িতে একাই থাকতেন সীমা বেগম। কয়েক বছর আগে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দূরের আত্মীয় আবদুস সালামের সঙ্গে পালিয়ে যায় তারা। স্থানীয় সালিশের পর সীমাকে তার স্বামীর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে সালামের সঙ্গে এখনও বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন কল্পনা আক্তার। তিনি বলেন, সীমা হয়তো দুই মেয়ের পথ কাটতে পারে। তাই বড় মেয়েকে খুন করতে চেয়েছিলেন।

মারিয়ার ফুপাতো ভাই ইয়াসিন আরাফাত জানান, দুপুর ২টার দিকে মারিয়ার মা তাকে খেতে ও ঘুমাতে বলেন। কিন্তু মারিয়া ঘুমাতে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় মারিয়ার চিৎকারে প্রতিবেশীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক ডা. তানিম জানান, মারিয়ার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। গলায় ১৭টি সেলাই দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তিনি এখনও নিরাপদ নন।