বাংলাদেশ আনসার বাহিনীতে ১৪০০০ জনবল নিয়োগ দিবে সরকার।

বাংলাদেশ আনসার বাহিনীতে নিযোগ – ২০২২।বাংলাদেশ আনসার বাহিনীতে ১৪০০০ জনবল নিয়োগ দিবে সরকার। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক জেনারেল আনসার নিয়োগ 2022 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সারাদেশে পদটিতে জনবল (পুরুষ) নিয়োগ দেবে। সংস্থাটি এক বিবৃতিতে আরও বলেছে, আনসারের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয়। আগ্রহীরা 1 এপ্রিল, 2022 তারিখ সন্ধ্যা 6 টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: জেনারেল আনসার

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জেএসসি বা সমমান।

প্রার্থীর ধরন: পুরুষ

উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

বুকের মাপ: ৩০/৩২ ইঞ্চি

দৃষ্টি শক্তি” ৬/৬

বয়সসীমা: ১৮-৩০ বছর।

২৭ মার্চ ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং ১ এপ্রিল ২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।আবেদন ফি: ২০০ টাকা (বিকাশ/রকেট/মোবিক্যাশের মাধ্যমে জমা দিতে হবে)

বেতন ও সুযোগ সবিধা: প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক বেতন সমতল এলাকার জন্য ১৬,২০০ টাকা, পার্বত্য এলাকায় ১৭৪০০ টাকা। বছরে দুইটি উৎসব ভাতা দেওয়া হবে ৯৭৫০ টাকা হারে। রেশন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। কর্তব্য অবস্থায় মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: http://ansarvdp.gov.bd