ভারতের বীরভূমের একজন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যাকর তার স্ব-রচিত গান ‘কাঁচা বাদাম’ গেয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছেন। গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত দুই বাঙালির মুখে মুখে ‘কাঁচা বাদাম’ গান।তবে ‘কাঁচা বাদাম’ কথাটি এখন আর মুখেই সীমাবদ্ধ নেই। নারীদের পোশাকও স্থান পেয়েছে। এখন প্রায় সব দোকানেই এই নামের থ্রি পিস বিক্রি হচ্ছে। সর্বনিম্ন 600 টাকা থেকে শুরু করে তিন পিস ‘কাঁচা বাদাম’ বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রিও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর ভাটারা থানার খিলবাড়ি টেক মেইন রোডের (মধ্যপাড়া) পাশের দুটি দোকানে তিন পিস কাঁচা বাদাম বিক্রি করতে দেখা যায়।ফারজানা কাপড়ের দোকানের মালিক মো. জাফর উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘একমাস হলো দোকানে তিন টুকরো কাঁচা বাদাম তুলেছেন। বিক্রিও মোটামুটি ভালো।

আরো পড়ুন: পুলিশ রক্ষক নাকি নীরব দর্শক ? পুলিশের সামনেই জবাই করে খুন।

এই তিন পিস তিনি বিক্রি করছেন ৮০০ টাকায়। ‘বরিশাল বস্ত্রালয়ের মেসার্স মনির হোসেন জানান, তার দোকানে তিন ধরনের কাঁচা বাদাম রয়েছে। এর মধ্যে কালো থ্রি-পিসের চাহিদা বেশি। থ্রি-পিস কাঁচা বাদাম বিক্রি কেন বেশি জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, “কাঁচা বাদাম গানটি বেশ জনপ্রিয় হয়েছে। মানুষ ইতিমধ্যেই জানে। এছাড়া এই থ্রি-পিসটির কাপড়ও ভালো এবং রঙও চমৎকার। সব মিলিয়ে তিন টুকরো কাঁচা বাদামের চাহিদা রয়েছে।’মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা ইতি আক্তার। তিনি জাগো নিউজকে বলেন, “সম্প্রতি আমার এক আত্মীয় আমাকে তিন পিস ‘কাঁচা বাদাম’ উপহার হিসেবে দিয়েছেন। রঙ আকর্ষণীয়, কাপড়ও আছে।

আমার কাছে তিনটি পিস ভালো লেগেছে।”ভাইরাল ‘কাঁচা বাদাম গান’-এর নির্মাতা ভুবন বাদ্যাকরের বাড়ি ভারতের বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুরালজুড়ি গ্রামে। গানের সুবাদে ভুবন এখন সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। ভারতের এই নাগরিক বাদাম বিক্রি বন্ধ করে এখন গান নিয়েই দিন কাটাচ্ছেন।