সম্প্রতি ভারতে এমন ঘটনা ঘটেছে। বাবার শেষ ইচ্ছা পূরণে একটি ঈদগাহে প্রায় দুই কোটি টাকা মূল্যের চার বিঘা জমি দান করেছেন হিন্দু পরিবারের দুই বোন। কৃতজ্ঞতা জানাতে স্থানীয় মুসল্লিরাও ঈদের দিন ওই ব্যক্তির আত্মার শান্তি কামনা করেন। উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার কাশিপুর শহরে সম্প্রীতির এই নমুনাটি অনেক প্রশংসা কুড়িয়েছে।আনন্দবাজারের মতে, কাশীপুরের বাসিন্দা ব্রজনন্দন প্রসাদ রাস্তোগি 2003 সালে মারা যান। মৃত্যুর আগে তিনি তার আত্মীয়দের বলেছিলেন যে তিনি তার চার বিঘা কৃষি জমি ইদগাহে দান করতে চান। কিন্তু দুই মেয়েকে কিছু বলার আগেই তিনি মারা যান।তার দুই মেয়ে সরোজ এবং অনিতা হয়তো সম্প্রতি আত্মীয়দের কাছ থেকে তার বাবার শেষ ইচ্ছার কথা শুনেছেন। এরপর ভাই রাকেশ রাস্তগীরের সঙ্গে এ নিয়ে কথা হয় দুই বোনের।

রাকেশও রাজি। প্রয়োজনীয় সব আইনি কাজ শেষ করে তারা জমিটি ঈদগাহে দান করেন।রাকেশ বললেন, বাবার শেষ ইচ্ছাকে সম্মান করা আমাদের কর্তব্য। আমার বোনেরা এমন কিছু করেছে যা আমার বাবার আত্মাকে শান্তি দেবে।এ প্রসঙ্গে ঈদগাহ কমিটির অন্যতম প্রধান সদস্য হাসিন খান বলেন, দুই বোন সাম্প্রদায়িক ঐক্যের জীবন্ত উদাহরণ। ইদগাহ কমিটি তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবে।