মাত্র ৪০০ টাকা র জন্য বন্ধুর হাতে যুবক খুন।
ঘটনাস্থল থেকে জানা যায়, পাওনার মাত্র ৪০০ টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রোমান নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোমান এবং ঘাতক হোসাইন কাউতলী এলাকার একটি কসাইয়ের দোকানে কাজ করতো। এদিকে, ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে শহরের কাজীপাড়া এলাকার একটি বাড়ি থেকে ঘাতক হোসাইনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা রুজু হয়নি। সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন।
আর ও পড়ুন : ভাবির সাথে রাগ দেখিয়ে আত্মহত্যা করলো যুবক
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, নিহত রোমান এবং হোসাইন শহরের কাউতলী এলাকার একটি বাজারে কসাইয়ের দোকানে কাজ করতো। আজ রাত ৮টার দিকে শহরের কাজী পাড়া ধোপাপাড়া মহল্লায় দুখু মিয়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছিল রোমান মিয়া। এসময় একই এলাকার তার সহকর্মী হোসাইন মিয়া পূর্বের পাওনা ৪০০ টাকা রোমানের কাছে চায়। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হোসাইন তার সঙ্গে থাকা কসাই কাজের ছুরি দিয়ে রোমানকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রোমানের মৃত্যু হয়।
নিহতের মা আবেদা বেগম জানান, হোসাইন আমার কাছে টাকার জন্য এসেছিল। তখন বলেছি, আমার ছেলে রোমান মোড়ের দোকানে আছে। তখন ঘাতক হোসাইন মোড়ে চায়ের দোকানে যায়। এর কিছুক্ষণ পরেই শুনি আমার ছেলেকে হাসপাতালে আনা হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু জানি না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। সুষ্ঠু বিচার চাই আমি।
নিহতের বড় ভাই মো. রায়হান বলেন, এরা একসঙ্গেই থাকতো। সন্ধ্যার সময় আমার কাছে খবর আসে হোসাইন রোমানকে ছুরিকাঘাত করেছে। এখন হাসপাতালে এসে দেখি ভাই মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
https://news.com ছবি: সংগৃহীত। লেখা: লাবণ্য প্রভা