এ যেন সকল মানবতাকে হার মানালো,মায়ের বয়সী নারীকে লাথি মারল যুবক । নির্মানাধিন বাড়ির দেয়াল ভেঙ্গে দিচ্ছিলেন যুবক। এ সময় বুড়ো খালা বাধা দিতে গেলেন। তখনই তাকে বুকে লাথি মারেন ওই যুবক। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আশেপাশে আরও বেশ কয়েকজন যুবক ছিল। সোমবার (২৬ মার্চ) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দক্ষিণ পেলাইদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে।নিহতের নাম মনোয়ারা বেগম। তিনি শ্রীপুর তেলিহাটি এলাকার আব্দুল হাইয়ের স্ত্রী। অভিযুক্ত যুবকের নাম মাসুদ রানা।
তিনি আবদুল হাইয়ের ভাই নজরুলের ছেলে। সোমবার বিকেলে তার চাচাতো ভাই মাসুদ রানা সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে প্রতিপক্ষ মাসুদ হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙা বন্ধ করে দেয়। এ সময় আকলিমার মা মনোয়ারা বেগম দেয়াল ভাঙতে বাধা দিলে মাসুদ তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়।
আরো পড়ুন: চিলিতে মিনিবাস সংঘর্ষে নিহত ১০
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধারের পর তার স্বজনরা তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২৯ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। অফিসাররা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন।