নওগাঁর মহাদেবপুর উপজেলার শরীফপুর গ্রামের শাপলা বানু নামে এক গৃহবধূর স্বামীর বিরুদ্ধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গৃহবধূর ৫ মাসের বাচ্চা হারিয়ে গেছে। বর্তমানে তিনি নওগাঁ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শাপলা বানু অভিযোগ করেন, তিনি ২০২০ সালে উপজেলার কুমারিল গ্রামের বায়েজিদ চৌধুরীকে বিয়ে করেন। সম্প্রতি তার একটি সন্তানও হয়। কিন্তু এরই মধ্যে স্ত্রীকে না জানিয়ে আবার বিয়ে করেন বায়েজিদ। প্রতিবাদ করতে গেলে বায়েজিদসহ তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে।

মারামারির সময় স্বামী তার পেটে লাথি মারেন। খবর পেয়ে শাফলার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, শাফলার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার এখনো রক্তক্ষরণ হচ্ছে। আঘাতের কারণে ভ্রূণটি নষ্ট হয়ে গেছে। তবে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।শাপলা চিকিৎসাধীন থাকায় থানায় অভিযোগ করতে পারেননি বলে জানান। তিনি অভিযোগ করেন, স্বামীর লাথিতে তার অনাগত সন্তান নষ্ট হয়ে গেছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বায়েজিদ চৌধুরী তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রেখেছেন।

আরো পড়ুন: লস এন্জেলে মা পরিচয় নিয়ে বিব্রত পুরুষ মা – বাংলা নিউজ ডিজিটাল