টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ইউরোপীয় বাছাইপর্বের শেষ মুহূর্তে উত্তর মেসিডোনিয়ার কাছে হেরেছে ইতালি। তবে প্লে-অফ ম্যাচে জায়গা করে নিয়েছে পর্তুগাল, সুইডেন ও ওয়েলস।শুক্রবার রাতে শুরু থেকেই আজজুরি তাদের মাঠে আধিপত্য বিস্তার করে। একের বেশি গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি জর্জিনহো, ইমমোবাইল, ইনসিগনিয়া। প্রথমার্ধের পাশাপাশি দ্বিতীয়ার্ধেও ইতালির গোল মিসের মহড়া অব্যাহত ছিল। এবং 90 মিনিটের শেষে, মেসিডোনিয়া ঘটেছে।

অতিরিক্ত সময়ের ৩য় মিনিটে বক্সের বাইরে থেকে আলেকজান্ডার ট্রাসকোস্কির শট ডোনারুমা বাউন্স করে জালে জড়ায়। আর উত্তর মেসিডোনিয়া প্লে অফে জায়গা করে নেয়।অন্যদিকে পোর্তোতে দিনের অন্য ম্যাচে তুরস্ককে কোনো সুযোগ দেয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। প্রথমার্ধে দুই গোলের লিড নেয় পর্তুগাল। ১৫তম মিনিটে ওটাভিওর পর ৪২তম মিনিটে দিয়েগো জোটারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

আরো পড়ুন: আবারো ঘটলো এমন ঘটনা ….

ম্যাচের ৮৫ মিনিটে তুরস্কের হয়ে গোল করেন ইলমাস। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ম্যাথিয়াস নুনেসের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো। ২৯ মার্চ প্লে-অফে উত্তর মেসিডোনিয়াকে হারাতে পারলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে পর্তুগাল।