সম্প্রতি লক্ষ্মীপুরে শাহারবানু নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে তার সাবেক স্বামী খোকন আলী শেখ। অভিযুক্ত খোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত শাহরবানু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গ্রামের ফজর আলীর মেয়ে।রোববার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাহরবানু তার ৩৫ বছর বয়সী পরিবার ছেড়ে তার শ্যালকের সাথে পালিয়ে নতুন সংসার শুরু করার পর এ হত্যাকাণ্ড ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়ার বাসিন্দা মেহের আলীর ছেলে খোকন শেখ ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ গ্রামের ফজর আলীর মেয়ে শাহারবানুর প্রায় ৩৫ বছর আগে বিয়ে হয়। খোকন তার স্ত্রীকে নিয়ে ঢাকার আবদুল্লাহপুর এলাকায় কাঁচামালের (সবজি) ব্যবসায়ী হিসেবে বাসা ভাড়া নিতেন। তাদের সংসারে ৩ সন্তানও রয়েছে।

এ উপলক্ষে তার ছোট ভাই ফকির আলী শেখ তার ভাইয়ের বাড়িতে যেতেন। এভাবেই বন্ধুত্ব গড়ে ওঠে দেবর ভাবীর মধ্যে।একপর্যায়ে দুইজন পালিয়ে লক্ষ্মীপুর শহরের সিরাজ মোল্লার একটি বাসা ভাড়া নেয়। সাবেক স্বামীকে তালাক দিয়ে নতুন সংসার শুরু করেন শাহারবানু। এমন প্রেক্ষাপটে তার সাবেক স্বামীর খোঁজে লক্ষ্মীপুরে আসেন। একপর্যায়ে ছোট ভাইয়ের অনুপস্থিতিতে খোকন ঘরে ঢুকে বানুকে শহরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এতে ক্ষিপ্ত হয়ে খোকন শাহারবানুকে হত্যা করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মো. এএইচএম কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, শ্যালককে বিয়ে করে নতুন সংসার শুরু করেন তিনি। এতে ক্ষুব্ধ হন প্রাক্তনস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: পুলিশ রক্ষক নাকি নীরব দর্শক ? পুলিশের সামনেই জবাই করে খুন।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।