বাংলা নিউজ ডিজিটাল
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই । বাংলা নিউজ ডিজিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনার সামনে উপস্থাপন করব কিভাবে আপনারা স্টাইলেস নাম বানাবেন আপনার ফেসবুক একাউন্টে।
ফেসবুক বর্তমানে জনপ্রিয় স্যোসাল মিডিয়া গুলোর মাঝে অন্যতম । ২০০৪ সালে ফেসবুক প্রথম প্রচলন করেন মার্ক জুকারবার্গ এবং তার সহপাঠীরা মিলে।
নিজের ফেসবুক একাউন্ট আকর্ষণীয় করতে সবাই চাই। আকর্ষণীয় করার জন্য আমরা ফেসবুক বিভিন্ন স্ট্যাস্টাস, পোস্ট, ভিডিও আপলোড দিই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যদি আপনার একটি স্টাইলিশ ফেসবুক একাউন্ট থাকে তাহলে আপনার একাউন্টটি দেখতে কেমন লাগবে ?
আমি বলবো স্টাইলিশ নেম আপনার একাউন্টকে যথেষ্ট আকর্ষণীয় করতে পারবে।কিন্তু আপনি ভাবছেন কিভাবে করবেন ? এটা একদম সহজ একটি কাজ। বিস্তারিত নিচে দেওয়া হলো:
বর্তমান সময়ে হয়তো প্রায় ই দেখে থাকবেন ফেসবুক বিভিন্ন স্টাইলের নাম। এবং আপনি ভাবতে থাকেন কিভাবে আপনার একাউন্টের নাম ও এমন করা যাবে।
আপনি হয়তো অনেকবার চেষ্টা ও করেছেন কিন্তু ফেসবুক সিকিউরিটি যেহেতু সাধারণ নিয়মে স্টাইলেস নাম করতে দেয় না এজন্য হয়তো আপনি আপনার একাউন্টের নাম চেন্জ করতে পারেন নি।
নাম চেন্জ করতে না পারার কারণে আপনি হয়তো ভাবছেন এটা অনেক কঠিন কাজ । কিন্তু এটা মোটেও কোনো কঠিন কাজ নয় । আপনি চাইলে যেকোনো নামের স্টাইলের নাম বানাতে পারবেন ।
আপনার সুবিধার্থে কিছু স্টাইলের নাম নিচে দেওয়া হলো :
১. ĺẫḃoňi išĺẫḿ
২.išřẫt ĵẫħẫň uřḿi
৩.išřẫt ĵẫħẫň
৪.řẫišẫ išĺẫḿ
৫.ẫňğĺễ šuḿi
৬.ḃřišti
৭.ƿẫyễĺ šễň
৮.ƿřoḿẫ řoy
৯.řitu ḿoňȡoĺ
১০.ƿuĵẫ
১১. ḿẫħiň išĺẫḿ
১২. ňẫyoň išĺẫḿ
১৩. ḱẫḿřuĺ ħẫššẫň šiẫḿ
১৪. ẫšẫȡ ẫħḿễȡ
১৫ .ňiĺoy ȡẫš
১৬. šħuvřo
১৭. řẫĵot šħuvřo ḿẫĺĺiḱ
১৮. ḿẫfuz ẫħḿễȡ
১৯. ḱřišħňẫ
২০ .ħễḿễĺ ẫħḿễȡ
এরপর ও আপনারা যদি অন্য নামে একাউন্ট বানাতে চান তাহলে আপনাকে প্লেস্টোর থেকে Facebook styles name maker আ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। কিভাবে কাজ করবেন সেটা ভিতরে বিস্তারিত বলা আছে।
আপনার স্টাইলেস নাম করার জন্য প্রয়োজন:
১. ফেসবুক স্টাইলেস নেম মেকার
২. ফেসবুক লাইট ।
৩. ভিপিএন
এখন আসুন কিভাবে কাজ করবেন:
- প্রথমে প্লে-স্টোর থেকে Facebook Styles Name Maker এই আ্যাপটি ডাউনলোড করুন।
- এর পর আ্যাপটি ওপেন করুন। স্টাইলেস নেম মেকার এ ক্লিক করূন।
- Your Text এ আপনার ফেসবুক একাউন্টের নামটি দিন।এবং কনভার্ট এ ক্লিক করূন। নিচ থেকে আপনার স্টাইলেস নামটি চয়েস করূন এবং কপি করুন।
- এবার আপনাকে আপনার একাউন্টটি ফেসবুক লাইট আ্যাপ এ লগ ইন করুন।
- ভিপিএন এ ইউনাইটেড স্টেট সিলেক্ট করুন।
- সেটিংস অপসনে ক্লিক করুন এবং পার্সোনাল ইনফরমেশন এ ক্লিক করূন।
- ইডিট নেম এ ক্লিক করূন। এবার আপনার চয়েস করা নামটিকে দুভাগে বিভক্ত করে ফেলুন। আপনার ফাস্ট নেম এবং লাস্ট নেম এই জায়গাটি ক্লিয়ার করে আপনার কপি করা স্টাইলেস নামটির ১ম অংশ ফাস্ট নেমে পেস্ট করে দিন। এবং নামের ২য় অংশটি সার(২য় অংশে পেস্ট করে দিন) এবার আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে সেভ করূন।
- এবার হোম পেজে এসে কিছুক্ষণ অপেক্ষা করে লগ আউট করে লগইন করলেই আপনি আপনার কাঙ্খিত স্টাইলের নামটি পেয়ে যাবেন
আপনার যদি ফেসবুক লাইট আ্যাপ দিয়ে নাম চেন্জ করতে সমস্যা হয় তাহলে আপনি নিন্মোক্ত উপায়েও নাম চেন্জ করতে পারবেন। এখন আমি আপনাকে বিকল্প নিয়মটি বলে দিই:
১. নাম চেন্জ করার জন্য প্রথমে আপনাকে আপনার ক্রমো (chrome) ব্রাউজারে যাবেন। ক্রমো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন mbasicfacebook.com ।
২. এরপর আগের নিয়মে আপনার একাউন্টটি লগ ইন করে নিবেন ।
৩. এরপর আপনি আপনার একাউন্টের সেটিংসে চলে যাবেন গিয়ে পার্সোনাল ইনফরমেশন এ ক্লিক করবেন।ক্লিক করার পর আপনার ১ম নামের অংশটি ক্লিয়ার করে মে নামে একাউন্ট খুলতে চান সেই নামের প্রথম অংশটি দিয়ে দিবেন।
৩.এর পর আপনার নামের ২য় অংশ(surname) দিয়ে দিবেন এবং সেভ চেন্জে ক্লিক করুন।
আশাকরি এবার আপনি স্টাইলিশ একাউন্ট তৈরি করতে সক্ষম হবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হবো অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে । ততোক্ষণ সাথেই থাকবেন।
একটা জাতীয় পরিচয়পত্রে ( NID card) এ কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা জানবেন কিভাবে ? বিস্তারিত জানতে লিংকে :
একটা NID কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা জানবেন কিভাবে !?