আবারো ঘটলো এমন ঘটনা : নিজস্ব প্রতিবেদক

প্রতিবারের মতো এবারো ঘটছে এমন ঘটনা, আগেও দেখা গেছে বাইরের মেয়ে বাংলাদেশে এসেছে প্রথমের টানে। এবারো ঘটলো এমন ঘটনা, কিন্তু এবারের ঘটনায় থাকছে নেপালের মেয়ের গল্প। সিঙ্গাপুরে বর্তমান দিনের চাকরির সাথে পরিচিত হওয়া (লাভ করা, প্রাপ্ত করা)। আড়াই বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। কনের পরিবারই প্রথম এই সিদ্ধান্ত নেয়। বিদেশি ছেলের সঙ্গে এই সম্পর্ক মেনে নিতে চায়নি তারা।

তবে ভালোবাসার টানে আপত্তি পৌঁছায়নি। গত ৭ মার্চ নেপালি কন্যা অনুদেবী বাংলাদেশে পাড়ি জমান। পলাশের বড় বোন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেছিলেন। দারুণ আয়োজনের মধ্য দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হলো।

শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় সংসদ সদস্যসহ রাজনীতিবিদ ও এলাকাবাসী।হাতিহার গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল ও পূর্ণিমা রানী পালের ছোট ছেলে পলাশ পাল। চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতির ভাই।পেশাগত কারণে কয়েক বছর আগে সিঙ্গাপুরে পাড়ি জমান পলাশ। সেখানে দেখা হয় নেপালি মেয়ে অনুদেবী ভুজেলের সঙ্গে। অনুদেবী সিঙ্গাপুরের একটি বেসরকারি কোম্পানিতেও কাজ করেন।কনে জানান, তার বাবা ভারতীয় এবং মা নেপালি। তার বাবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি।

আরো পড়ুন 👉: টাক মাথায় চুল গজানোর চেষ্টায় , যুবকের রহস্যজনক মৃত্যু।

বাড়ি নেপালে, দুই বোনের মধ্যে সে সবার ছোট। বড় বোনের বিয়ে হয়েছে নেপালে। তিনি বলেন, বরের বাড়ির সবাই খুব ভালো, সবাই তাকে আপন করে নিয়েছে।পলাশের মা পূর্ণিমা রানী পাল বলেন, আমাদের ছেলে তাকে পছন্দ করেছে, আমরা পাত্রী পছন্দ করেছি, সে খুব ভালো মানুষ। ইতিমধ্যে সবাই দখলে নিয়েছে।অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি জানান, চার ভাইবোনের মধ্যে পলাশ সবার ছোট। অনুদেবীর পছন্দের কথা তিনি আগেই জানিয়েছিলেন। বিয়ের মধ্য দিয়ে তাদের প্রেমের সফল বিয়ে হয়েছে। তিনি নবদম্পতির জন্য সকলের দোয়া কামনা করেন।

ছবি: সংগৃহীত। https://emlearningpoint24.com