মেহেজাবিন চৌধুরীর আলো নাটকের জন্য পুরস্কার পাওয়ার মুহূর্ত।ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে বাংলা নাটক খুব ই জনপ্রিয়। কাল বাংলা নাটক পছন্দ করেন না এমন‌ লোক খুব কম ই পাওয়া যাই। বাংলা নাটকে অভিনেত্রীদের মাঝে মেহেজাবিন চৌধুরী অন্যতম। মেহেজাবিন চৌধুরী বাংলা নাটকে দর্শকদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে।

প্রতিবারের মতো এবারও ঈদে অনেক গুলো নাটকে অভিনয় করেছেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

পরিতিতি:

বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টি করা জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন ১৯শে এপ্রিল ১৯৯১। মেহেজাবিন চৌধুরী চট্টগ্রাম এ বেড়ে উঠেছেন তার শৈশবে। পাঁচ ভাই বোনের মাঝে তিনি বড়।

অভিনয় জীবন:

মেহেজাবিন চৌধুরী ২০০৯ সালে তার কর্মজীবনে প্রবেশ করে। এরপর ২০১৯ সালে লাক্স চ্যানেল আই এ সুপারস্টার হওয়ার পর কাজ শুরূ করেন নাটকে। তার প্রথম অভিনীত নাটকটি হলো ‘ তুমি থাকো সিন্ধু পাড়ে’ । এরপর তিনি আরও অনেক নাটকে অভিনয় করেন মাঝে মাঝে তব দেখা পাই, কল সেন্টার, আজ ও ভালোবাসি মনে মনে ।

অপেক্ষার ফটোগ্রাফি ছিল মেহেজাবিন চৌধুরী ঘুড়ে দাঁড়ানোর ভয় টার্নিং‌পয়েন্ট।নাটকটির পরিচালনায় ছিলেন শিখর শাহনিয়াত। এর বড় আবার অভিনেত্রদের তালিকার শীর্ষে চলে আসেন‌ মেহেজাবিন চৌধুরী ২০১৭ সালে বড় ছেলে নাটকে অভিনয় করে। এ নাটকের পরিচালনায় ছিলেন মিজানুর রহমান আরিয়ান।

তিনি এতে থেমে থাকেন নি । ২০২০ সালে তিনি লেখা লেখি শুরু করে। তার লেখা প্রথম নাটক হলো থার্ড আই।

তার লেখা কয়েকটি নাটকের নাম নিচে দেওয়া হলো:

১. আমি কার।

২. ভুল ঠিকানায় যাত্রা।

৩.মেঘলা ।

৪.বড় ছেলে ।

৫.দরজা খোলা ছিল।

৬.আলো।

৭. চাপাবাজ।

৮.মরিচিকা।

৯. শিল্পী।

১০.বুকের বা পাশে।

তার এবারের অভিনীত নাটকের মধ্যে ” আলো ” ছিল অন্যতম শিক্ষনীয় একটি নাটক। নাটকটি পরিচালনা করেছেন মাহমিদুর রহমান হিমি । নাটকটি লেখা ও অভিনয় করেছেন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী। এছাড়াও অভিনয় করেছেন মনোজ প্রামানিক, আহসানুল হক মিনু, ইকবাল হোসেন প্রমুখ।

নাটকটিতে দেখানো হয়েছে একজন নারী সার্জেন্ট কিভাবে ঘাত প্রতিঘাত সহ্য করে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। নাটকটিতে দেখানো হয়েছে কিভাবে একজন নারী অসংখ্য বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যায় সফলতার দিকে।

কিভাবে একজন নারী হয়েও সফলতার সাথে সকল কাজ করা যায় তা এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয়। নাটকটিতে নারী ট্রাফিক পুলিশ কিভাবে তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে তা দেখানো হয়ে।

মেহেজাবিন চৌধুরী রাস্তায় ট্রাফিকের মাঝে গাড়িতে বসে ছিলেন তখন নাটকটির গল্প ভেবে ফেলেন। এবার ঈদের সময় অভিনয় করেন নাটকটিতে মেহেজাবিন চৌধুরী ।

এরপর ( ২৬ আগস্ট) বৃহস্পতিবার মেহেজাবিন চৌধুরীর হাতে সম্মান সূচক ক্রেসটি তুলে দেন বাংলাদেশ পুলিশ উইমেন্স। বাংলাদেশ পুলিশ উইমেন্স এর

পক্ষ থেকে বলেন , আমরা মেহেজাবিনের আলো নাটক কে সম্মান জানাচ্ছি । কারণ আলো নাটকটিতে দেখানো হয়েছে কিভাবে একজন নারী সার্জেন্ট ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে।

কাজের স্বীকৃতি পেয়ে মেহেজাবিন চৌধুরী ও পরিচালক হামিদুর রহমান হিমু বলেন এমন সম্মান‌ পাওয়া সত্যিই তাদের কাছে ভাগ্যের ব্যাপার । আমরা যাদের জন্য কাজ করি তাদের কাছ থেকে ভালবাসা, সমর্থন পাওয়া সত্যিই আমাদের জন্য আশীর্বাদ। উচ্সাসিত হয়ে মেহেজাবিন চৌধুরী বলেন কখনোই ভাবিনি বাংলাদেশ পুলিশ এ নাটকটি দেখবে এবং এমন সম্মান আমাদের দেবে।

পুরস্কার পেয়ে মাহবুবুর রহমান হিমু বলেন সত্যিই এটি আমার জন্য অন্যরকম পাওয়া। এ কাজের জন্য এমন সম্মান পাওয়া সত্যিই আমার এবং আমার পরিচালক জীবনের জন্য আশীর্বাদ। এই সম্মান কাজের প্রতি আমার দ্বায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে আরও দায়িত্বশীল হয়ে ভাল কাজ অরতে হবে সামনে।

অবশেষে তারা ধন্যবাদ জানায় বাংলাদেশ পুলিশ উইমেন্স কে।

তথ্য সূত্র: সংগৃহীত।

আসছে ইমরানের নতুন গান বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

৫ই সেপ্টেম্বর আসছে ইমরানের নতুন গান ” পরান বন্ধুরে”

var wpcf7={"api":{"root":"https:\/\/banglanewsdigital.com\/wp-json\/","namespace":"contact-form-7\/v1"},"cached":"1"}