হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভাল আছেন।বাংলা নিউজ ডিজিটালের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি টপিক নিয়ে। আমাদের আজকের পপিকে আপনারা জানতে পারবেন ৫ই সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ইমরান মাহমুদুল এর নতুনগান পরান বন্ধুরে এ সম্পর্কে। তাহলে দেরি না করে শুরু করা যাক।
বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী ” ইমরান মাহমুদুল “। প্রতিটা মূহুর্তে তার গানের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই জনপ্রিয় শিল্পী। বাংলা গানের মাধ্যমে তার সংগীত জগতে প্রবেশ । ২০০৮ সালে সাবিনা ইয়াসমিনের সাথে ” ভালোবাসার লাল গোলাপ” চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে তার সংগীত জগতে প্রবেশ।
তার সর্বোপ্রথম আ্যলবাম গান হচ্ছে ” স্বপ্নলোকে ” যেটা রচনা করেছেন আরেফিন রূমি,মাহমূদ সানি এবং তিনি নিজে।তার এই আ্যালবামে কাজ করেছেন সাবিনা ইয়াসমিন, সাবিনা পড়শী,নিজু।
এভাবে তার কর্মজীবন শুরু হয় । কর্মজীবনে তিনি অনেক গুলো গান গেয়েছেন তার মধ্যে ” ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব” এটা অন্যতম । তার জন্য তাকে ২০১৮ সালে শ্রেষ্ঠ গায়ক পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও ইমরানের বল না একবার,বস গিরি সিনেমার দিল দিল, ধোঁয়া, একদেখায় বহুল আলোচিত।
ইমরানের গান যে কারণে বহুল আলোচিত:
ইমরানের গান সারা বাংলাদেশে দর্শকদের মাঝে সারা ফেলে। ইমরান যেকোনো গান আনলেই দর্শক মহলে তা আলোচিত হবেই। ইমরানের গান আলোচনায় আসার কারণ তার কন্ঠ ও গানের প্রতি তার আন্তরিকতা। সে যেকোনো গান গাওয়ার প্রতি অত্যন্ত দায়িত্বশীল। যা তার শিল্প কর্মকে অত্যন্ত সুন্দর করে এবং দর্শক মহলে আলোচনার ঝড় তোলে। এছাড়াও ইমরান মাহমুদুল যে গান গুলোতে নিজে অভিনয় করে সেগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে করেন। মূলত তার আন্তরিকতা ও নিখুঁত কর্মের জন্য তার গান বহুল আলোচিত হয়।
ইমরানের কয়েকটি গান:
১. জনম জনম
২. আমার মনের আকাশে ।
৩. তুই যে আমার সুপার হিরো।
৪. এটা মিথ্যা কোন গল্প নয়।
৫ . এক দেখায় ।
৬.অনেক সাধনার পরে।
৭. আমি নেই আমাতে।
৮. মন খারাপের দেশে।
৯.বর্ষা চোখে।
১০. আলো ছায়া
প্রতিবার ই এই জনপ্রিয় শিল্পী চমৎকার সব গান উপহার দেন দর্শকদের। আসছে আগামী ৫ই সেপ্টেম্বর এই জনপ্রিয় শিল্পীর জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে তিনি দর্শকদের উপহার দিতে চলেছেন নতুন একটি গান ” পরান বন্ধুরে ” গানটিতে রয়েছেন কথা শিল্পী কবির বকুল।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। পাশাপাশি মগের হিসেবেও দেখা যাবে তাকে এই গানটিতেএবং বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী ” কেয়া পায়েল “। বর্তমান সময়ে কেয়া পায়েল ও তার কর্মের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্হান করে নিচ্ছেন।
তার অভিনয় জগতে প্রবেশটা টিভিতে বিজ্ঞাপনের মাধ্যমে হলেও এখন সে একজন অভিনেত্রী এবং দর্শকদের মন জয় করতে সক্ষম। সে বাংলাদেশের প্রায় সব বিখ্যাত অভিনেতা: জিয়ায়ুল ফারুক অপূর্ব, আফরান নিশো, মুশফিকুর ফারহান,জোভানের সাথেও অভিনয় করেছেন। তার কয়েকটি নাটক হলো : কাবিল নামা, ম্যাডম্যান, ডন বি কয়িট।
তার করা কয়েকটি নাটক দর্শকদের কাছে বহুল আলোচিত। সবাই তার প্রশংসা করেছেন তার এই কর্মের জন্য। কেয়া পায়েল ও ইমরানের পরান বন্ধুরে গানটির ভিডিও রেকর্ডিং এ থাকছে সৈকত রেজা।
এ গানটি নিয়ে ইমরান বলেন, এই গানটি সম্পূর্ণ আলাদা ভাবে তৈরি করা হয়েছে । এ গানটি তার জন্মদিন উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উপহার। গানটি অনেক আগেই প্রকাশিত হবার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা প্রকাশ সম্ভব হয়ে ওঠেনি
ইমরান জানান জন্ম দিন উপলক্ষে ভক্তদের জন্য গাওয়া গান। আশা করি এ গানটি আপনাদের ভালো লাগবে।
সি এম ভি জানায় আগামী ৫ ই সেপ্টেম্বর গানটি রিলিজ করা হবে ইউটিউব চ্যানেলে।
আশা করি ইমরানের নতুন গান আপনার মন জয় করতে পারবে।
Onk sundor hoisa gan ta
Nice post
Nice post
amazing site
সুন্দর লিখেছেন
goode site
গানগুলো সুন্দর