সম্প্রতি সময়ে চলতি টি-২০ বিশ্বকাপে রানের পয়সরা সাজাচ্ছেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। একের পর এক রেকর্ড ভেঙে নিজেদের নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। বিশ্বকাপে এবার রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতেছেন তারা।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান । দলটির নেতৃত্বে ছিলেন বাবর আজম। ৬৬ রানের ইনিংস খেলেন বাবর আজম। এই অর্ধশতকেই ভিরাট কোহলি এবং মিথূনের পাশে বসেন তিনি।

টুস্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এই অর্ধশতক চলতি টি- টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের চতুর্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোন একক আসরে এর আগে কেবল বিরাট কোহলি ও অজি কিংবদন্তি ম্যাথু হেইডেনই ৪টি অর্ধশতক করতে পেরেছেন।
২০১৪ সালে টি – টোয়েন্টি এ বিরাট কোহলি অর্ধশত করেছিলেন ৪ বার।২০০৭ সালে মিথুন হাইডেন ও করেছিলেন ৪ টি। এবারের বিশ্ব কাপে বাবর আজমের এদের দুইজনকে ছাড়িয়ে যাবার সম্ভাবনা আছে।
একক বিশ্বকাপে এখনও বিরাট কোহলিকে টপকাতে না পারলেও ভারতীয় অধিনায়কের অন্য আরেও একটি রেকর্ড ঠিকই নিজে করে নিয়েছেন পাকিস্তানি কাপ্তান। স্কটল্যান্ডের বিপক্ষে বাবর আজমের অর্ধশতকটি ছিলো চলতি বছরে ১৯তম। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক পঞ্চিকাবর্ষে এটাই সর্বোচ্চ। ২০১৬ সালে ১৮টি অর্ধশতক করে রেকর্ডটি নিজের করেছিলেন বিরাট কোহলি।

অধিনায়ক বাবর আজমের মতো অর্ধশতক না করতে পারলেও।নতুন এক কৃর্তি গড়েছেন পাকিস্তানের আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রানের রেকর্ড তার এই টি টোয়েন্টিয়ে। পাকিস্তানের ব্যাটার ভেঙে দিলেন ক্রিস গেইলের রেকর্ড ও। ২০১৫ সালে ৩৬ ইনিংসে ১ হাজার ৬৬৫ রান করে রেকর্ড করেছিলেন গেইল।