ছবি : সংগৃহীত
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। সবাইকে বাংলা নিউজ ডিজিটালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখাব কিভাবে ভ্যাকসিনের জন্য আবেদন করবেন অনলাইনে বাড়িতে বসেই।
আসুন জেনে নেওয়া যাক করনাভাইরাস/কোভিড-১৯ সম্পর্কে কিছু তথ্য।করনাভাইরাস বা কোভিড-১৯ , ২০১৯ সালের শেষের দিকে আসে । বাংলাদেশে কোভিড-১৯ / করোনা ভাইরাস ধরা পড়ে ৮ ই মার্চ ২০২০ ।
এ ভাইরাস বা কোভিড -১৯ বর্তমান সময় এ মহিমারি আকার ধারণ করেছে।বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাস এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই অনেক লোক মারা যাচ্ছে এ ভাইরাসে আক্রান্ত হয়ে।
পৃথিবীর প্রতিটি দেশ ই এ ভাইরাস নিয়ে খুব ই চিন্তিত। প্রতিটি দেশ ই কাজ করে যাচ্ছে করোনা ভাইরাস থেকে মুক্ত হবার জন্য। ইতোমধ্যে কয়েকটি দেশ তাদের ভ্যাকসিন তৈরি ও প্রোয়োগ করেছে। তাদের মধ্যে BIBP ভ্যাকসিন অন্যতম।
সম্প্রতি বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় জন্য ভ্যাকসিনদেওয়া শুরু করেছে। এখন১৮ বছরের থেকে মে কোন ব্যক্তি ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন।
মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় করণীয়:
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নামটিই হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস নিয়ে মানুষের আতঙ্কের শেষ নেয়।কিন্তু আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমরা মহামারী করোনা ভাইরাসের থেকে মুক্তি পেতে পারব। আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
১. পরিষ্কার- পরিচ্ছন্ন থাকা: আমাদের অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে জীবন-যাপন করতে হবে। নিয়মিত সাবান ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
২.শাক-সবজি খাওয়া: আপনাকে নিয়মিত শাকসবজি ও ফলমূল খেতে হবে। কারণ শাক-সবজি ও ফল আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর এ সময়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত জরুরি । তাই আমাদের সুস্হ্য থাকতে হবে।
৩. মাস্ক ব্যবহার : আপনাকে যদি বাসার বাইরে যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করে বাইরে যেতে হবে। এবং মাস্ক ব্যবহার করার পাশাপাশি হ্যান্ড- স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
৪. ব্যায়াম : আপনাকে এ সময় ফিটএবং এক্টিভ থাকতে হবে । ফিট এবং এক্টিভ থাকার জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। এতে আপনার দেহের কাঠামো সুন্দর ও দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
আসুন এখন জেনে নিই কিভাবে নিবন্ধন করবেন:
নিবন্ধন করার জন্য অবশ্যই আপনার ন্যাশনাল এন আইডি কার্ড লাগবে। আপনার কাছে যদি স্মার্ট ফোন থাকে তাহলে আপনি নিজেই আবেদন করতে পারবেন ।আসুন এখন কাজের কথায় আসা যাক।
১. প্রথমে আপনাকে প্লে – স্টোর থেকে সুরক্ষা আ্যপটি ডাউনলোড করতে হবে অথবা গুগলে সার্চ করে www.surokkha.gov.bd এই সাইটে যান।
২. আপনি যদি আ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে প্রথমে আ্যাপটি আসেন করূন।আসেন করার পর ভ্যাকসিনের জন্য নিবন্ধন এ ক্লিক করূন।
৩. এখানে আপনার পেশা সিলেক্ট করূন আপনি তো পেশা এ অবস্থান রত আছেন।
৪.তারপর আপনার এন আইডি কার্ড এ র নম্বরটি দিন এটা হতে পারে ১০/১৩/১৭ ভিজিটের। ১০/১৩/১৭ ভিজিটের নম্বর দেওয়া হলে পরবর্তী এ আপনার জন্ম সাল টি দিন।;
৫. এখন আপনি যাচাই করুন এ ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনি সেখানে আপনার ফোন নম্বরটি দিন দিয়ে পরবর্তী ধাপে যান ।
৬.এখানে আপনার ঠিকানা যথার্থভাবে দিয়ে সাবমিট করুন। পরবর্তী ধাপে জানতে চাওয়া হবে ভ্যাকসিন গ্রহণকারী কোনো মারাত্মক দীর্ঘমেয়াদি রোগ আছে কিনা।থাকলে “হ্যা” এ ক্লিক করুন না থাকলে না এ ক্লিক করুন ।
৭.এরপর আপনার মোবাইলে একটি ওটিপি কোন আসবে আপনি কোড টি যথাযথ ভাবে বসিয়ে চেক স্ট্যাটাস এ ক্লিক করুন।
হয়ে গেল আপনার আবেদন করার কাজ। এখন রেজিস্ট্রেশন সনদ টি ডাউনলোড করে নিন।
টিকাগ্রহণ:
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনাকে আপনার টিকা গ্রহণের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে এসব এমন এসে এর মাধ্যমে।আপনাকে ২ ডোজটাকাগ্রহণ করতে হবে। টিকাগ্রহণের সময় অবশ্যই এনে আইডি কার্ড ও রেজিস্ট্রেশন সনদ নিয়ে মেতে হবে।
সবাই স্বাস্হ্যবিধি মেনে চলুন । বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন।
করোনার ভ্যাকসিন বিক্রি করায় বরখাস্ত স্বাস্থ্য কর্মকর্তা বিস্তারিত জানতে নিচের লিংকে
মহামারী করানোর ভ্যাকসিন বিক্রি করায় বরখাস্ত হলো স্বাস্হ্য কর্মকর্তা।