ছবি: সংগৃহীত।

১. বার্কিনো ফাঁসের সাবেক নাম কি ?

উত্তর : অপারভোল্ট ।

২.চেচিনিয়ার বর্তমান নাম কি ?

উত্তর: ইচকেরিয়া।

৩. চাদের রাজধানী কোথায় ?

উত্তর: নাজসোনা।

৪. হেলভেশিয়ার বর্তমান নাম কি ?

উত্তর: সুইজারল্যান্ড।

৫. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ছোট দেশ কোনটি ?

উত্তর: মালদ্বীপ।

৬. পেনাং কোন দেশের সমুদ্র বন্দর ?

উত্তর: মালয়েশিয়া।

৭. তক্ষশীলা কোন দেশে অবস্থিত ?

উত্তর: পাকিস্তানে।

৮. পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ?

উত্তর: ১৯৯৮ সালে।

৯. ভূটানের রাজধানীর নাম কি?

উত্তর : থিম্পু।

১০. ফ্যাসিবাদের অগ্রদূত কে?

উত্তর: নীতসে।।

১১. শ্রীলঙ্কার রাজধানী কোনটি ?

উত্তর : কলোম্বো।

১২.আফগানে কোন জাতি গোষ্ঠীর সংখ্যা বেশি ?

উত্তর: পশতুন ।

১৩.ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন ?

উত্তর: ইন্দীরা গান্ধী।

১৪. ” What Happened” গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর: হিলারি ক্লিনটন ।

১৫. নেপালের রাজতন্ত্রের বিলুপ্ত ঘটে কত সালে ?

উত্তর: ২০০৮ সালে।

১৬. বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন কোন শহরে হয় ?

উত্তর: রিউডিজেনেরিওতে।

১৭.ইউরো জোন কয়টি দেশের সমন্বয়ে গঠিত হয় ?

উত্তর : ১৯ টি।

১৮. সিনডি লজ অবস্হিত কোন দেশে ?

উত্তর : স্কটল্যান্ড।

১৯. আল নুসরা কোন দেশের গেরিলা সংস্হা ?

উত্তর: সিরিয়া।

২০. প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন ?

উত্তর: আইজেন হাওয়ার।

২১. কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় ?

উত্তর : আমাজান ।

২২. কোন নদীতে মাছ বাঁচতে পারে না ?

উত্তর : জর্ডান।

২৩. ভলগা কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তর: রাশিয়া।

২৪. রাশিয়ার পার্লামেন্টের নাম কি ?

উত্তর : ফেডারেল এসেম্বিলি।

২৫. বিশ্ব স্বাস্হ্য সংস্হ্যার সদর দপ্তর কোথায় ?

উত্তর: জেনেভা।

২৬. আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত ?

উত্তর : ১৫ জন।

২৭. জাতি সংঘের প্রথম মহাসচিব কে ?

উত্তর :ট্রিগভেলি

২৮. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় ?

উত্তর: প্যারিস ।

২৯. বাংলা মুদ্রাক্ষরের জনককে ?

উত্তর: চার্লস উইলকিনস।

৩০. জীবন তরী কি ?

উত্তর: একটি ভাসমান হাসপাতাল।

৩১. ভিয়েতনাম কোন দেশে থেকে স্বাধীনতা লাভ করে ?

উত্তর: ফ্রান্স ।

৩২. বর্তমান বিশ্বের দ্রুততম মানব কে ?

উত্তর: উসাইন বোল্ট ।

৩৩. প্রাণি দিবস কবে ?

উত্তর: ৪ অক্টোবর।

৩৪. চাঁদে প্রবেশ করা মহাকাশযানের নাম কি ?

উত্তর: Chang’e 4

৩৫. পেপাল কোন দেশ ভিত্তিক সংগঠন ?

উত্তর: যুক্তরাষ্ট্র।

৩৬.থাড ( THAAD) কি ?

উত্তর: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

৩৭. ‘মুজিব’ নামক উপন্যাস কোন ভাষায় প্রকাশিত হয় ?

উত্তর : জাপানিজ ।

৩৮. রূয়ান্ডা গণহত্যা পরিচালিত হয় কত সালে ?

উত্তর : ১৯৯৪ সালে।

৩৯.আধুনিক ভূরাজনীতির জনক কে ?

উত্তর: রুডলফ কেজিলেন ।

৪০. এ পৃথিবী আমার এটি কোন সংস্থার মূল প্রতিপাদ্য বিষয় ?

উত্তর : জাতিসংঘের।

৪১. চিন ও রাশিয়ার মধ্যের দেশ কোনটি ?

উত্তর: মঙ্গোলিয়া।

৪২. রাশিয়ার পার্লামেন্টের নাম কি ?

উত্তর : ফেডারেল এসেম্বিলি।

৪৩. মিরাজ-২০০০ যুদ্ধবিমান টি কোন দেশের ?

উত্তর : ভারত।

৪৪. সাদা হাতির দেশ বলা হয় কোন‌ দেশকে ?

উত্তর : থাইল্যান্ড।

৪৫. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?

উত্তর : নেদারল্যান্ডস।

৪৬. বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান কোন দেশে ?

উত্তর: যুক্তরাষ্ট্র।

৪৭. বিশ্বের সবচেয়ে প্রাচীন সংস্থা গড়ে ওঠে কোথায় ?

উত্তর: মেসোপটেমিয়ার ।

৪৮. মিসিসিপি নদী কোথায় অবস্থিত?

উত্তর: যুক্তরাষ্ট্রে।

৪৯. পৃথিবীর গভীরতম স্থান কোনটি ?

উত্তর: ম্যারিয়্যান টেন্স।

৫০. পৃথিবীর কোথায় কোনো সাপ নাই ?

উত্তর: হাওয়াই দ্বীপ ও আইসল্যান্ড।

তথ্য: সংগৃহীত

জেনে নিন বাংলাদেশ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান । বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

জেনে নিন বাংলাদেশের বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান

var wpcf7={"api":{"root":"https:\/\/banglanewsdigital.com\/wp-json\/","namespace":"contact-form-7\/v1"},"cached":"1"}