ছবি : জিমেইল আইকন।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে একদম সম্পুর্ন নতুন একটি টপিকনিয়ে। আজকের টপিকে দেখানো হবে কিভাবে আপনি আপনার জি মেইল একাউন্ট সুরক্ষিত রাখবেন রাখবেন । তাহলে বন্ধুরা চলুন শুরূ করা যাক।
বিস্তারিত: জিমেইল হলো বিনামূল্যে ব্যবহার করার জন্য গুগল দ্বারা নিয়ন্ত্রিত একটি ওয়েবসাইট। যেখানে মানুষ সহজে একে অপরেরর সাথে সহজেই যোগাযোগ করতে পারে। যেখানে মানুষ সহজে একে অপরকে সহজে মেসেজ পাঠাতে পারে।
বর্তমান সময়ে বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে গুগল একাউন্ট বা জিমেইল অন্যতম।বর্তমানে বিশ্বের সব মানুষের জি মেইলে একাউন্ট আছে ।জি মেইল একাউন্ট দিয়ে মানুষ সহজে নানা রকম কাজ সম্পাদন করে থাকে।
জিমেইলের ব্যবহার:
বর্তমানে জিমেইল অ্যাকাউন্ট বিভিন্ন কাজে ব্যবহার করা হয় । যেসব কাজে জিমেইল ব্যবহার করা হয় তা লেখা হলো:
১. ফাইল পাঠানো: আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আমাদের প্রয়োজনীয় ফাইল, ছবি,ভিডিও পাঠাতে হয়। কিছু কিছু ফাইল, ভিডিও, ছবি মেসেঞ্জার,টেলিগ্রামে পাঠানো গেলেও বড় ফাইল , ছবি, গান এগুলো পাঠানো যায় না। এগুলো পাঠানোর জন্য জিমেইল অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এসব বড় বড় ফাইল, ছবি, ভিডিও সহজে মিনিটের মধ্যে পাঠানো যায়।
২.একাউন্ট তৈরি: আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সাইটে ব্রাউজ করে থাকে। এসব সাইটে ব্রাউজ করার জন্য আমাদের অনেক সময় সেই সাইটে একাউন্ট করতে হয়। আর একাউন্ট করার জন্য আমাদের জিমেইল দরকার হয়। এছাড়াও গুগল, ফাইবার, ফেসবুকের মতো বড় বড় প্লাটফর্মেও জিমেইল একাউন্ট ব্যবহার করা হয় একাউন্ট তৈরি করার জন্য।
৩৩. থার্ডপার্টি আ্যাপ ব্যবহার: আমাদের অনেক সময় থার্ডপার্টি আ্যাপ ব্যবহার করতে হয়। গুগল অনুমোদিত এসব থার্ডপার্টি আ্যাপ দিয়ে ডকুমেন্ট ইডিট করার জন্য অত্যন্ত জনপ্রিয়। আমরা এসব ডকুমেন্টে ক্লিক করলে আমাদের জন্য সাজেস্টআ্যাপ সরাসরা চলে আসে।
জিমেইল আ্যাপ দিয়ে নতুন একাউন্ট খোলার নিয়ম:
জিমেইল আ্যাপ দিয়ে একাউন্ট খোলার জন্য প্রথমে জিমেইল আ্যাপে যেতে হবে এর পরে আপনাকে আ্যাড একাউন্টে ক্লিক করতে হবে। এরপর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে। যেখানে আপনাকে আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দিতে বলবে। এ ফর্মটি দেওয়ার পরে আপনাকে নেক্সট অথবা পরবর্তীতে ক্লিক করতে হবে। এর পরের পেজে আপনাকে আপনার জন্মদিন এবং লিঙ্গ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিতে হবে এবং নেক্সট করতে হবে। এবার আপনার সামনে অনেকগুলো সাজেস্টেড নাম দেখাবে যেকোনো একটি ক্লিক করুন এবং নেক্সটে চাপ দিন। এবার গুগলের টার্মস & কন্ডিশন পড়ে নিন।এবং আই এগ্রি এ ক্লিক করূন। ব্যাস হয়ে গেল আপনার একাউন্ট খোলা।
জিমেইল একাউন্ট সুরক্ষিত রাখার উপায়:
- আপনার একাউন্ট সুরক্ষিত রাখার জন্য প্রথমে আপনাকে আপনার একাউন্টের পাসওয়ার্ডের ব্যাপারে সতেতন হতে হবে। আপনাকে অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার নাম অথবা অন্য কারো নাম না দিয়ে @#৳-@+#)&@ এই চিন্হযুক্ত করে পাসওয়ার্ড তৈরি করুন।
- অন্যকারো ডিভাইসে নিজের একাউন্ট লগ ইন করা থেকে বিরত থাকুন।
- ঝুকিপূর্ণ ওয়েবসাইটে ব্রাউজ বন্ধ করূন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জেনে অথবা নিজের অজান্তেই এইসব ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে আসেন তার কারণে একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
- সর্বোপরি আপনার একাউন্টের সুরক্ষার জন্য টু ফেক্টর অথেন্টিগেশন চালু করে দিন। এতে যদি কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে চাই তাহলে আপনার নিকট একটি অনুমতি চাওয়া কোষ আসবে। আপনি অনুমতি না দিলে সে একাউন্টে ঢুকতে পারবে না।
আশা করি আজকের বিষয়টি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।