সম্প্রতি নারী ও শিক্ষার্থীদের নিয়ে নানা রকম খারাপ ও কুটুক্তিপূর্ণ কথা বলে মন্ত্রী মুরাদ।ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুতুলে জুতার মালা পরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ওই কর্মসূচিতে অংশ নেওয়া মনসুরা আলম নামে এক শিক্ষার্থী সময় নিউজকে বলেন, বিকৃত মানসিকতা সম্পন্ন এক অসুস্থ প্রতিমন্ত্রী মুরাদ জাইমা রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নেতৃদের নিয়ে যে অশালীন মন্তব্য করেছে এর প্রতিবাদে আমরা তার কুশপুতুলে জুতার মালা পরিয়েছি। যদিও বিশ্ববিদ্যালয় প্রক্টর সেটিকে সরিয়ে দিয়েছে। কারণ, এ প্রক্টর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিল না। আমরা মুরাদের দ্রুত পদত্যাগ ও তাকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।

image credit : collected

এর আগে, গতকাল রোববার একটি ফেসবুক পেজে লাইভে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলের সাবেক নেত্রীদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। পরে লাইভ শেষে সর্ম্পূণ ভিডিওটি ওই পেজ থেকে ডিলেট করে দিলেও অনেকে লাইভ চলাকালীন রেকর্ড করে রাখেন। পরবর্তীতে এসব ভিডিও বিভিন্ন ইউটিউব ও ফেসবুক পেজে আপলোড করা হলে সমালোচনার ঝড় ওঠে।

(ছবি: সংগৃহীত)