বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাস যেন থমকে দিয়েছে বিশ্বের সকল কার্যক্রম। পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই এ ভাইরাস মহামারী আকারে ধারণ করছে। এ ভাইরাসের কারণে বন্ধ রাখতে হয়েছে স্কুল , কলেজ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্হান। দীর্ঘ সময় দিতে হয়েছে লকডাউন । বন্ধ রাখতে হয়েছে সকল অফিস- আদালত, দোকান।

এসময় বাংলাদেশ ও এ মহামারী প্রকোপ কম নয় । বাংলাদেশেও এ ভাইরাসের আক্রমণে অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছে। যদিও বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিন্তু এদেশের সরকারের উদ্যোগে এ দেশেই বাইরে থেকে ভ্যাকসিন আনিয়ে ভ্যাকসসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে।

ইতোমধ্যে বাংলাদেশ সরকার মহামারী কারোনা ভাইরাসের ভ্যাকসিন‌ সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার আপ্রণ চেষ্টা করছে বিনামূল্যে। সরকারের লক্ষ্য মতো দ্রুতগতিতে সম্ভব ভ্যাকসিন দিয়ে সবকিছু স্বাভাবিক করা । সরকারের উদ্দেশ্য সকল কার্যক্রম আগের মতো‌ করা।

দেশের সর্বস্তরের মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়ে সকল কিছু আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকার নিয়েছে বিভিন্ন কার্যক্রম।

সম্প্রতি জানা গেছে চাঁদপুরের মতলবে আইপি পোর্টার(ভ্যাকসিন বাহক) জাকির হোসেন বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন বিক্রি করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন ডাঃ নুসরাত জাহান মিথেন (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা)।

তদন্ত করে জানা গেছে, জাকির হোসেন ( ভ্যাকসিন বাহক) ১৯ তারিখ উপজেলার মরাদোনা এবং ২২ তারিখে ঠাকুরচরে কোভিন-১৯ এর ভ্যাকসিন সিনোফার্ম বিক্রি করেছে বাড়ি বাড়ি গিয়ে।

এ ব্যাপারটি অবগত হয়ে উপজেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠন করেন ডাঃ নুসরাত জাহান মিথেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মাইনুল ইসলাম মোনাসকে আহ্বান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় ।‌‌ কমিটির অন্যান্য সদস্যরা হলেন , ডাঃ জাবেদ ইকবাল, ডাঃ খলিলুর রহমান।

তদন্ত কমিটি তদন্ত করে জানতে পারে জাকির হোসেন ৩১ পিস ভ্যাকসিন বিক্রি করেছে।এ সময় এই প্রমাণের উপর ভিত্তি করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।এবং পরবর্তীতে যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এসময় তদন্ত কমিটির আহ্বায়ক ডাঃ নাজমুল ইসলাম মোনাস বলেন এই প্রমাণের ভিত্তিতে জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং আমাদের তদন্ত অব্যাহত থাকবে। আমরা দেখব এর সাথে অন্য কারো সম্পর্ক আছে কিনা।যদি এই ঘটনির সাথে অন্য কারো সম্পর্ক থাকে তাহলে তার‌ ব্যাপারেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্র বাইরের দেশ ইন্ডিয়া, চিনের কাছ থেকে ভ্যাকসিন ক্রয় করছে এইটা আমাদের জন্য অনেক । এবং বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচ করে ভ্যাকসিন আনিয়ে জনগণকে দিচ্ছে বিনামূল্যে।

কিন্তু এ সুযোগে যারা ভ্যাকসিন বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভাবেই কাউকে ছাড় দেওয়া হবে।

এসময় ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি এবং জেলা সিভিলে সার্জন ও ডিসি বরাবর চিঠি পাঠিয়েছি। জাকির হোসেনের সাথে অন্য কেউ জড়িত আছে বলে যদি জান যায় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

অবশেষে ডা: নুসরাত জাহান সাধারণ জনগণের প্রতি করোনা চলাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেন । তিনি বলেন করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবার পাশাপাশি আমাদের স্বাস্থবিধি মেনে চলতে হবে ।‌‌‌‌‌‌‌‌‌ এগুলো হলো:

১.বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।

২. যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখে চলাচল করবেন।

৩. বাইরে থেকে আসার পর অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এবং ভালো করে সাবান ব্যবহার করতে হবে।

৪. নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাবেন।

৫. হাচি-কাশি দেওয়ার সময় অবশ্য ই মুখ ঢেকে নিবেন। বিশেষ করে শাক-সবজি ও ফলমূল বেশি করে খাবেন ।

সারাবিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪১ লাখের বেশি বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪৫ লাখ ৪১ হাজারের বেশী।

var wpcf7={"api":{"root":"https:\/\/banglanewsdigital.com\/wp-json\/","namespace":"contact-form-7\/v1"},"cached":"1"}