গত ক্রিকেট খেলার সময় নিরাপত্তাবলয় ভেঙে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢুকে পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানের ভক্ত মো. রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক সঞ্জীব কুমার সরকার তাঁর রিমান্ডের আবেদন আদালতে হাজির করেন। তিনি বলেন, রাসেলের মাঠে প্রবেশের রহস্য উদ্ঘাটনে তাঁকে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শনিবার খেলা চলাকালে হঠাৎ রাসেল দর্শক গ্যালারির কাঁটাতারের দেয়াল টপকে দৌড়ে মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েকজন মাঠকর্মীকে কাটিয়ে তিনি মোস্তাফিজের সামনে চলে যান। হুট করেই লুটিয়ে পড়ে কুর্নিশ করতে শুরু করেন ‘কাটারমাস্টার’খ্যাত মোস্তাফিজকে। নিরাপত্তাকর্মীরা মাঠে এসে রাসেলকে মাঠ থেকে আটক করে মিরপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন।
Nice