জামালপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় কৃষি বিভাগের একটি জিপ গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কৃষি অধিদপ্তরের দুই বৈজ্ঞানিক কর্মকর্তা ও গাড়ির ড্রাইভার।মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টার দিকে জামালপুর সদরের বনপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।প্রাণে রক্ষা পাওয়া ব্যক্তিরা হলেন- শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রধান কর্মকর্তা বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সামছুর রহমান, বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ এবং তাদের গাড়ির ড্রাইভার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সামছুর রহমান এবং বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ জামালপুর কৃষি সম্প্রসারণ অফিসে আসছিলেন। পথে বনপাড়া রেলক্রসিংয়ে তাদের বহনকারী জিপ গাড়িটি গর্তে আটকে যায়। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটির সঙ্গে ওই গাড়ির ধাক্কা লেগে দুইশো গজ দূরে ছিটকে পড়ে। তবে এর আগেই দুই কর্মকর্তাসহ ড্রাইভার গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পান।এদিকে এ ঘটনার পর রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, ঘটনার সময় ট্রেনের কোনো হুইসেল আমরা শুনতে পাইনি। প্রচণ্ড শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি- একটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এভাবে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে। যেন কেউ দেখার নেই।
পৌর শহরের বনপাড়া এলাকার বাসিন্দা রাসেল জানান, এ সড়কটি বাইপাস সড়ক থেকে শহরে ঢোকার প্রধান সড়ক। সরকারি আশেক মাহমুদ কলেজ, পৌর কবরস্থানের লোকজনসহ পশ্চিমাঞ্চলের মানুষ এ সড়ক দিয়েই যাতায়াত করায় সড়কটি সব সময় ব্যস্ত থাকে। ব্যস্ত এ সড়কের রেলক্রসিংয়ে গেটবেরিয়ার ও গেটম্যান না থাকায় খুবই বিপদজনক হয়ে পড়েছে। তাই অতি দ্রুত এ রেলক্রসিংয়ে গেটম্যানসহ গেটবেরিয়ার প্রয়োজন।