হ্যালো বন্ধুরা আজ আপনাদের মাঝে আমরা নিয়ে এলাম সম্পূর্ণ ভিন্নধর্মী একটি টপিক নিয়ে। আজকের টপিকে আমরা জানব রিয়েল-মি এর নতুন লান্স করা মোবাইল সম্পর্কে।

বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যেসব ইলেকট্রনিক্স ডিভাইস আছে তার মাঝে মোবাইল অন্যতম। বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটা দেশ ই মোবাইল ব্যবহার করছে। মোবাইল ব্যবহার করে না এমন লোক খুব কম পাওয়া যায়। দিন দিন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। যদিও আগে এই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল খুব কম। বিশ্বের উন্নত দেশগুলোর মানুষ আগে মোবাইল ব্যবহার করত।

কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানি বাজারে আসায় মোবাইল ফোনের দাম অনেক কমে গেছে। বর্তমানে সবাই একটি স্মার্ট ফোন পেয়ে যাচ্ছে তাদের কাঙ্খিত চাহিদার মধ্যে। স্বল্প দামের মধ্যে স্মার্ট মোবাইল ক্রেতাদের হাতে তুলে দেবার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামের মোবাইল বাজারে আনছে।

কম দামে মোবাইল দেওয়া কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হলো : সিম্পোনি, রিয়েলমি (realme) , ওয়ালটন, ইনফিনিক্স ইত্যাদি।

রিয়েলমি( realme) কোম্পানির যাত্রা:

রিয়েলমি হলো একটি চাইনা (china) কোম্পানি। এটি ২০১৮ সালের ৪ মে আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে। রিয়েলমি যে শুধু মোবাইল বিক্রি করে সেটা নয়। রিয়েল মি তাদের তৈরি করা ঘড়ি, টি-শার্ট,ইয়ারফোন ওয়ারলেস ইয়ারফোন ইত্যাদি জিনিস ও তৈরী করে এবং বাজারে লান্স করেছে।

২০১৮ সালের মে মাসে তারা তাদের প্রথম মোবাইল বাজারে আনে।এবং ২০১৮ সালেই রিয়েল মি ভারতের একটি উদীয়মান ব্রান্ডে পরিণত হয়।

রিয়েলমি কোম্পানির লান্স করা আরো কিছু মোবাইল ফোন :

  • রিয়েলমি সি -৩
  • রিয়েলমি -৬
  • রিয়েলমি ইউ -১
  • রিয়েলমি এক্স
  • রিয়েলমি এক্স ২ পরলো
  • রিয়েলমি নারজো-২০
  • রিয়েলমি নারজো-৩০ এ
  • রিয়েলমি নারজো-২০ প্রো
  • রিয়েলমি সি-১৭
  • রিয়েলমি ৫এস

রিয়েল-মি বর্তমান সময়ে কম বাজেটে ভাল মানের ফোন রিলিজ করা কোম্পানির মাঝে একটি। সম্প্রতি তারা অনেকগুলো ফোন লান্স করেছে । আজকে আমরা তাদের লান্স করা Realme8 সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক। মোবাইল টিতে থাকছে:

কালার:

মোবাইলটিতে থাকছে আকর্ষণীয় ২টা কালার সুপারসনিক ব্লাক এবং সুপারসনিক ব্লু।

মোবাইলটিতে আরও থাকছে:

  • 2g/3g/4g/5g সুপার স্পিডী নেটওয়ার্ক উপভোগ করার সুযোগ।
  • ২ টা ন্যানো সিম ব্যবহার করার সুযোগ।
  • 6.5″ ডিস্পেলে তা আপনাকে দিবে অনন্য রকম অনুভুতি।
  • মোবাইলটির ফিউচারে থাকছে 90Hz রিফ্রেশং রেট। 600 max nit ব্রাইটনেস
  • মোবাইলটিতে থাকলে ৩ টি ক্যামেরা।‌‌‌‌‌‌যথাক্রমে ৪৮+২+২ মেগা পিক্সেল। যার মাধ্যমে আপনি তুলতে পারবেন খুব সুন্দর ফটো।
  • মোবাইলটির ভিডিও রেকর্ডিং এ থাকছে ফুল HD (1024p)
  • মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগা পিক্সেল।
  • মোবাইলটিতে থাকছে নন রিমুভেবল ৫০০০ মেগা আ্যাম্পিয়ারের ব্যাটারি সাথে থাকছে ১৮ ওয়াকের ফাস্ট চার্জার।
  • মোবাইলটির অপারেটিং সিস্টেমে থাকছে রিয়েলম ইউ আই এবং ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন ১১.।
  • অক্টাকোরের প্রসেসরসহ ৮ জিবি য্যাম এবং ১২৮ জিবি রম।
  • আরও থাকছে ফিঙ্গার প্রিন্ট ,ফেস আনলক।

সারসংক্ষেপ ঃ রিয়েলমি ৮ বাজারে আসছে 2G/3G/4G/5G সুপার স্পিডী কানেকশন নিয়ে।সাথে থাকলে ৩টি ক্যামেরা ৪৮+২+২ এবং ৫০০০ মেগা আ্যাম্পিয়ারের ব্যাটারি। মোবাইল নিয়ে আসছে ৮ জিবি ram এবং ১২৮ জিবি রম।

মোবাইলটিতে অক্টাকোরের প্রসেসর থাকার কারণে মোবাইলটি চলন্ত অবস্থায় কখনো হ্যাং করবে না। মোবাইলটির স্পিড থাকবে অতুলনীয়। মোবাইলটি অনেক স্মুথ কাজ করবে। এছাড়াও এতে থাকা ৫০০০ মেগা আ্যাম্পিয়ারের ব্যাটারি আপনাকে সুপার ব্র্যাক আপ দিবে। আপনি ব্রাউজিং, গেমিং ইত্যাদি খুব সহজেই করতে পারবেন।

মোবাইলটির 90hz রিফ্রেসিং আপনার মোবাইলকে রাখবে কুল। আপনার মোবাইল গরম হবে কম। আরো থাকছে ৪৮ মেগা পিক্সেলের ক্যামেরা যা আমাদের দেবে ক্লিয়ার ফ্রেস লুকে ছবি তোলার সুযোগ।‌‌

তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত কেমন লাগলো আমাদের আজকের টপিক অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমাদের সাথেই থাকুন আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন টপিক নিয়ে।

জেনে নিন আপনার জাতীয় পরিচয়পত্রে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন

একটা NID কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা জানবেন কিভাবে !?

তথ্য: (সংগৃহিত) ছবি: Realme8

var wpcf7={"api":{"root":"https:\/\/banglanewsdigital.com\/wp-json\/","namespace":"contact-form-7\/v1"},"cached":"1"}