ছবি: সংগৃহীত
আমরা জানি , পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে রিজওয়ান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, এবারের বিশ্বকাপের ফাইনালে যেতে না পারলেও দূর্দান্ত খেলা উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আর এই দলের সাফল্যের অন্যতম কান্ডারী মোহাম্মদ রিজওয়ান। সেমিফাইনাল ম্যাচের আগে দুইদিন আইসিইউতে ছিলেন।
আরো পড়ুন: ফল প্রকাশের আগেই আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের খাতা বিক্রি
সেখান থেকে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। তবুও হেরেছে দল, কিন্তু রিজওয়ান ঠিকই ভাসছেন প্রসংশায়। সবশেষ তাকে ‘জাতীয় হিরো’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির কিংবদন্তি খেলোয়াড় ওয়াসিম আকরাম।“রিজওয়ান আমাদের জাতীয় হিরো। শারীরিক এবং মানসিক দিক থেকে সে অনেক এগিয়ে। রমজান মাসে রোজা নিয়েও টেস্ট খেলেছে সে, যেটা শারীরিক দিক থেকে অসম্ভব”এখানেই থামননি ওয়াসিম।