বিশ্বকাপের পর পরই বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল।২০১৫ সালের পর তারা আবারো আসছে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পিসিবি।
১৮ সদস্যের স্কোয়াডে নেই বিশ্বকাপ স্কোয়াডে থাকা মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ সহ মোট ৪জন।
বিশ্বকাপে দলের সাথে থাকা কোচিং স্টাফদের মধ্যে ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন ব্যতীত সবাই বাংলাদেশ সিরিজে দায়িত্বরত থাকবে।
টি- টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিম প্রতিটি ম্যাচ হেরে বাংলাদেশে ফিরে আসলেও অন্য দিকে পাকিস্তানি ক্রিকেট টিম প্রতিটি ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে।
এইবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম, তার অসাধারণ পারফরম্যান্স পাকিস্তান ক্রিকেট টিমকে এতদূর এনেছে।
এছাড়াও তার অসাধারণ নেতৃত্বে টিম এতদূর আসতে পেরেছে। তবে এবার বিশ্বকাপ শেষ হবার পর পর ই বাংলাদেশে আসছে পাকিস্তানি ক্রিকেট টিম। ঢাকায় ১৯,২০ এবং ২২ তারিখে এই তিন দিন ৩ টি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ছবি: সংগৃহীত