বিস্তারিত: প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার। এবং সেই লক্ষে প্রতিটি শিক্ষার্থী পড়াশোনা করে। বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। এটি বাংলাদেশের অন্যতম ডিজিটাল স্বয়ংসম্পূর্ণ ক্যাম্পাস। এটি ১৯৫৩ সালের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী শহর থেকে ৫ কিমি দূরে অবস্থিত । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৩৬ হাজার ।
দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল মহামারী করোনা ভাইরাসের কারণে । ২০১৯ সালের ডিসেম্বর মাসে মহামারী করোনা ভাইরাসের আগমন হয় । এভাইরাসের কারণে দীর্ঘদিন সকল কার্যক্রম বন্ধ ছিল। গত মাসের ১২ ইন সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এরপর থেকে স্বাভাবিকভাবে চলছে সকল কার্যক্রম।
৪ঠা অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ভার্সিটি রাজশাহীতে ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ শিক্ষাবর্ষের। ভর্তি পরীক্ষা চলবে ৬ই অক্টোবর পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ৫৯ বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৯১ জন। এবছর ৪ হাজার ১৯১ টি সীটের জন্য পরীক্ষায় মোট অংশগ্রহণ করছে ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী। তাহলে এবছর প্রতি আসনের জন্য বিপরীতে লড়বেন ৩১ জন শিক্ষার্থী।
তবে এবছর বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ থাকায় আবাসিকে থাকার অসুবিধায় ভুগছেন ছাত্র-ছাত্রীরা। মহামারী করোনার কারণে ক্যাম্পাসের ভিতরে থাকার কোনো ব্যবস্থা করতে না পারলেও ৫ টি আবাসিকে প্রায় ৪ হাজার শিক্ষার্থী কে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
পরীক্ষার তারিখ গুলো হলো যথাক্রমে: ৪ ঠা অক্টোবর ‘ সি’ ইউনিট, ৫ই অক্টোবর ‘ এ ‘ ইউনিট , এবং ৬ ই অক্টোবর ‘ বি ‘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।৩ টি ইউনিটে শিক্ষার্থী সংখ্যা যথাক্রমে ” সি ” ইউনিটে যথাক্রমে ৪৪ হাজার ১৯৪ , বি ইউনিটে যথাক্রমে ৩৯ হাজার ৮৯৫ জন, এবং এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন মিলে মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার তাপু জানান প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি বন্ধ করার জন্য সজাগ থাকার কথা জানায় তিনি। তিনি জানান যখন শিক্ষার্থীরা প্রবেশ করবে তখন মেটাল ডিরেক্টর থাকবে, ডিভাইস থাকবে। সুতারাং প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নাই।
মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান , ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ঠ সচেতন থাকবে পুলিশ। পাশাপাশি পুলিশি তৎপরতা ও সিসিটিভির ব্যবস্থা ও করা হবে যথেষ্ঠ পরিমানে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান , গোয়েন্দা নজরদারী থাকবে। আমরা প্রায় ৪০ টি সিসিটিভি ইন্সটল করেছি পাশাপাশি অন্যান্য ব্যবস্থা ও গ্রহণ করেছি যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তিনি আরও জানান মে পরীক্ষা চলাকালীন ৩ দিন ব্যাপি পরীক্ষার্থীদের ফ্রি আনা নেওয়া করা হবে এ কাজে নিয়োজিত থাকবে ২০ টি বাস।
ইতিহাস:
রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম ডিজিটাল স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ক্যাম্পাস সম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় । এটি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রিটিশ মুখের শিক্ষা- দীক্ষা উন্নয়নের লক্ষে ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। প্রয়োজন হয় একটি বিশ্ববিদ্যালয়ের।
ভাষা আন্দোলনের কিছুদিন আগে থেকেই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরূ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় ১৯৫২ সালের ১০ ই ফেব্রুয়ারি। জায়গাটি ছিল রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে। অবশ্য এর প্রথম দাবি উঠে আসে রাজশাহী কলেজেই।
১৯৫২ সালের ৬ই ফেব্রুয়ারি রাজশাহী শহরের সকল শিক্ষার্থীরা উপস্থিত হয় রাজশাহী কলেজে সেখানে তারা আন্দোলন তোলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। এভাবেই ১৯৫৩ সালের ৬ ই জুলাই ১৬১ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম।
ছবি: সংগৃহীত। তথ্য : রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সংগৃহীত