ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে সকল সোস্যাল মিডিয়ার মাধ্যে টিকটক একটি জায়গা দখল করে আছে। ছোট থেকে বড় সবাই টিকটকের প্রতি আকর্ষিত হচ্ছে। নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে আনিল নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পিছনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আনিল পাইকপাড়া ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, আনিল এলাকায় টিকটকার হিসেবে বেশ পরিচিত। সে নিয়মিত এলাকার অলিতেগলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করতো। তার প্রোফাইল ঘেঁটে দেখা গেছে সেখানে পাঁচ শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।এলাকাবাসী আরো জানান, শুক্রবার বিকেলে আনিল দুই বন্ধুকে সাথে নিয়ে পাইকপাড়া এলাকায় জয় গোবিন্দ হাই স্কুলের পেছনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মানাধীন একটি তিন তলা ভবনের ছাদে উঠে টিকটক এর জন্য ভিডিও বানাতে যায়। ভিডিও বানানোর এক পর্যায়ে আনিল অসতর্কতার কারণে ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এতে তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আনিলকে প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।
তবে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে নিহত আনিকের লাশ রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত দশটায় তার লাশ বাড়িতে আনা হলে পরিবারে স্বজনদের মধ্যে কান্নায় রোল পড়ে যায়। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।এদিকে স্থানীয়রা জানান, টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে এই কিশোরের মৃত্যুর বিষয়টি তার স্বজনরা গোপন রাখেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ বুঝিয়ে দেবার পর মৃত্যুর কারণ গোপন রেখে দাফন কাফনের প্রক্রিয়া শুরু করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে সদর মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল সময় নিউজকে বলেন, এ ধরণের কোন খবর আমার জানা নেই। কেউ থানায় অভিযোগ করেনি।
Nice post
sad